babyযখন থেকে শিশু নিজে থেকে উঠে বসতে পারে, বড়দের খাবারের প্রতি আগ্রহ দেখায় ও দুধ খাওয়ানোর পরেও শিশুকে ক্ষুধার্ত মনে হচ্ছে, বুঝবেন শিশু তরল ছাড়াও অন্য খাবার গ্রহন করতে তৈরি।
মায়ের বুকের দুধের পাশাপাশি এসময় প্যকেটজাত বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ ফর্মুলা, বিভিন্ন রকম অর্ধ তরল খাদ্য যেমন চটকানো ভাত, আলু, বিভিন্ন ফলের রস, লিকুইড খিচুড়ি ইত্যাদি খাওয়াতে পারেন।
একদিনে একটির বেশি নতুন খাবারের সাথে শিশুকে পরিচিত করাবেননা, আর নতুন খাবার দেবার পর দু’একদিনের মধ্যে নিশ্চিত হোন আপনার সন্তানের এই খাবারে কোন সমস্যা আছে কিনা।

BD Online Media